info@bbcumilla.org +081-74301-4

বাংলাদেশ বেতারকুমিল্লা

বাংলাদেশ বেতার কুমিল্লার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। বিকেল ৩ টা ৩০ মিনিট হতে সন্ধ্যা ৭ টা ০৫ মিনিট পর্যন্ত ৩ ঘন্টা ৩৫ মিনিট অনুষ্ঠান প্রচার হচ্ছে। মিডিয়াম ওয়েভ ১৪১৩ কিলো-হার্জ এবং এফএম ১০৩.৬ ও ১০১.২ মেগাহার্জে অনুষ্ঠানমালা শুনতে পাওয়া যায়।

স্বাগতম

বাংলাদেশ বেতার কুমিল্লা

শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে প্রাচীন সমতট অঞ্চলের অর্ন্তগত বৃহত্তর কুমিল্লা সমৃদ্ধ, ঐতিহ্যবাহী উর্বর জনভুমি। এ জনভুমির ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির লালন এবং বিকাশের লক্ষ্যে স্থাপিত হয় বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রটি। ১৯৮৭ সালে স্থাপিত এ প্রেরণ কেন্দ্রটির যাত্রা শুরু হয় ১৯৮৮ সালের ১৮ জুন, বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলের মাধ্যমে। পরবর্তীতে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে এখান থেকেই ২০০৯ সালের ১৫ মে কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠানের পরীক্ষামুলক সম্প্রচার এবং ১৩ জুন থেকে নিজস্ব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার শুর– হয়। প্রথম দিন অনুষ্ঠান ঘোষনায় ছিলেন সোহেলী ইসলাম ও সংযুক্তা রায়। প্রচারিত হয় এ.আর মজুমদার শফি, সত্য রঞ্জন দাস, শেফাল মজুমদার, ফারিহা ফারাহি, আবুল কালাম আজাদ ও ডা. অধ্যাপক এ.বি.এম খুরশীদ আলম সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনা।

নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ, এমপি। প্রথম দিন হতে ৩১ মার্চ ২০১৫ পর্যন্ত বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘন্টা কুমিল্লা কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান প্রচারিত হতো। ১ এপ্রিল ২০১৫ খ্রি. হতে আমাদের প্রচার সময় বৃদ্ধি পেয়েছে। এখন বিকেল ৩ টা ৩০ মিনিট হতে সন্ধ্যা ৭ টা ০৫ মিনিট পর্যন্ত ৩ ঘন্টা ৩৫ মিনিট অনুষ্ঠান প্রচার হচ্ছে। মিডিয়াম ওয়েভ ১৪১৩ কিলো-হার্জ এবং এফএম ১০৩.৬ ও ১০১.২ মেগাহার্জে অনুষ্ঠানমালা শুনতে পাওয়া যায়। এছাড়া সন্ধ্যা ৭ টা ০৫ থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করা হয়। এছাড়া প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বিবিসির বাংলা অনুষ্ঠান এবং রাত ৯ টায় এন এইচ কে জাপান এর বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

নিজস্ব অনুষ্ঠানমালায় “মাননীয় প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’: ব্রান্ডিং” বিষয়ক অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বশিষে অনুষ্ঠান, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী প্রচারিতব্য বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান সহ শিল্প, সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, উন্নয়ন ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রায় সকল ধরনের অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সকল অনুষ্ঠানে স্থানীয় প্রথিতযশা শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষক, পেশাজীবি, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে শিশু-কিশোর, নারী ও যুবসম্প্রদায়ের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে। এ সকল অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি কৃষ্টির চর্চা, বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম সম্পর্কে শিক্ষা, তথ্য ও বিনোদনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা নেয়া হয়েছে। বিশেষ দিবসে দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালা গুরুত্বের সাথে প্রচারিত হয়।

তথ্য, শিক্ষা এবং বিনোদন জাতীয় অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ বেতারের গৌরবময় পথচলায় অর্জন অনেক। বেতার বহু শিল্পী, লেখক, প্রযোজক, গায়ক, কবি, নাট্যকারকে তাদের সৃষ্টিকর্মে উৎসাহ যুগিয়ে চলছে। সাহিত্যে এবং অন্য যে কোন অনুষ্ঠানে বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা নিয়মিত অংশগ্রহণ করেন, বাংলাদেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা সমস্যা সমাধান, সচেতনতা সৃষ্টি প্রভৃতি বিভিন্ন কাজে উদ্দীপনা যুগিয়ে চলছে। আজ বাংলাদেশ যে পৃথিবীর উন্নয়নকামী দেশের মডেল হবার সৌভাগ্য অর্জন করেছে, তাঁর পিছনে বাংলাদেশ বেতারের অবদান অনেকখানি। বাংলাদেশের এ অগ্রযাত্রা সার্থক হোক, সফল হোক-এই কামনা।


বাংলাদেশ বেতার কুমিল্লা প্রচারিত বিশেষ অনুষ্ঠান সমূহ

সন্ধ্যা ০৬.৩০
চিরঞ্জীব শেখ মুজিব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত -বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

বিকাল ৪ঃ৩৫ মিনিট
ম্যাগাজিন অনুষ্ঠান

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান (APA)

বিকাল ০৩:০৫ - বিকাল ০৩:৫৫
ঘরে বসে শিখি

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি বিষয়ক অনুষ্ঠান

বিকাল ৪ঃ৩৫ মিনিট
অহংকারে চির জাগ্রত

মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান

বিকাল ৪ঃ৩৫ মিনিট
টেকশই উন্নয়নে বাংলাদেশ

এস.ডি.জি এর আলোকে অনুষ্ঠান/জীবন্তিকা/স্পট ড্রামা (APA)

বিকাল ৪ঃ৩৫ মিনিট
আইনের আলোকে

তথ্য অধিকার ও অন্যান্য আইন বিষয়ক অনুষ্ঠান (APA)

বিকাল ৪ঃ৩৫ মিনিট
সুবর্ণ স্বাধীনতা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান

সন্ধ্যা ০৬.৩০
পরিকল্পিত জীবন

জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান (APA)


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান


একটি বাড়ি একটি খামার
ডিজিটাল বাংলাদেশ
নারীর ক্ষমতায়ন
কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ
সবার জন্য বিদ্যুৎ
আশ্রয়ন প্রকল্প
সামাজিক নিরাপত্তা কর্মসূচি
শিক্ষা সহায়তা কার্যক্রম
বিনিয়োগ বিকাশ
পরিবেশ সুরক্ষা
সন্ধ্যা ০৬.৩০ মিনিট
সমতট

ম্যাগাজিন অনুষ্ঠান (APA)

সন্ধ্যা ০৬.৩০ মিনিট
নাট্যালাপ

নারী ও শিশু উন্নয়নমুলক নাটিকার ধারাবাহিকতায় আলোচনা অনুষ্ঠান

বিশেষ দ্রষ্টব্য:

  • বিকেল ৪:৩৫ মি. মাসের ২য় শুক্রবার বর্তমানে প্রচারিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান : সুবর্ণ স্বাধীনতা এর স্থলে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানটির সমাপ্তিতে নাটক / যাত্রা / ধারাবাহিক নাটক প্রচারিত হবে।
  • বাংলাদেশ বেতার সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান প্রতিদিন এফ.এম ১০৩.৬ মেগাহার্জ-এ বেলা ২:০৫ মিনিট থেকে এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি বিষয়ক ‘ঘরে বসে শিখি’ নামক অনুষ্ঠান শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র থেকে বিকাল ৩:০৫ মিনিটে রীলে করা হয়ে থাকে। উল্লেখ্য যে, শুধুমাত্র শুক্র ও শনিবার পূর্বের ন্যায় অনুষ্ঠান অধিবেশন কার্যক্রম বিকাল ৩:৩০ মিনিট থেকে শুরু হয়। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী পবিত্র আছর ও মাগরিব - এর নামাজের আযান প্রচার করা হয়ে থাকে।
  • আরো উল্লেখ থাকে যে, বিবিসি ও এনএইচকে’র বাংলা অনুষ্ঠান প্রতিদিন নিম্নের সময়সুচি ও ফ্রিকোয়েন্সি অনুসারে প্রচারিত হয়ে থাকে :
    # সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭ টা পর্যন্ত বিবিসি’র অনুষ্ঠান (এফ এম ১০৩.৬ মেগাহার্জ-এ)
    # সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত বিবিসি’র অনুষ্ঠান (এফ এম ১০৩.৬ মেগাহার্জ-এ)
    # সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত বিবিসি’র অনুষ্ঠান (এফ এম ১০৩.৬ মেগাহার্জ-এ)
    # রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এনএইচকে’র বাংলা অনুষ্ঠান (এফ এম ১০১.২ মেগাহার্জ-এ) # রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত বিবিসি’র অনুষ্ঠান (এফ এম ১০৩.৬ মেগাহার্জ-এ) ।

সরাসরি - ঢাকা-ক (৬৯৩ কিলোহার্জ)
জাতীয় সংগীত
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
সচিব ,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
মহাপরিচালক, বাংলাদেশ বেতার


জরুরি হটলাইন